মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা আওয়ামী লীগের দীর্ঘদিনের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তাজ উদ্দিনের চাচা, নিমার আলী বার্ধক্যজনিত কারণে গতকাল রাত (১৪ সেপ্টেম্বর) ১০ ঘটিকার সময় ইহলোক ত্যাগ করে চলে যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে ওনার বয়স ছিল প্রায় ৯০ বছর এবং উনার স্ত্রী , দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। মরহুমের নামাজে জানাজা আজ সকাল ১১ ঘটিকার সময় পাখিআলা টিলা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উনার মৃত্যুতে বড়লেখা আওয়ামী লীগ পরিবারের আবারো শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২ দিন আগে চলে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন এবং আজ নিমের আলী সাহেবের চলে যাওয়া আওয়ামী লীগ পরিবারের যে শূন্যতা নিয়ে এসেছে তা কখনোই শেষ হবার না বলে মন্তব্য করেন বড়লেখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিমার আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার একনিষ্ঠ অনুসারী নিমার আলীর মৃত্যুতে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্থানীয় আওয়ামী লীগে তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিমার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু প্রমূখ।
এছাড়াও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।তারা মরহুমের মাগফিরাত কামনা করেন।