রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৩:১৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত আর্ত মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক, ব্যবসায়ী, উদ্যোমী সংগঠক ও কমিনিটির পরিচিতমুখ কামরুল ইসলাম এর মাতা ১২ সেপ্টেম্বর শনিবার ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ছোটলিখা দক্ষিনভাগ(ছিগামহল) গ্রামে।
তিনি বড়লেখার হাজিগঞ্জ বাজারের সুলভ ষ্টামভেন্ডার এর স্বত্বাধিকারী হাজী সমছ উদ্দিন এর সহধর্মিনী।
মরহুমার জানাজার নামাজ শনিবার বাদ যোহর ছিগামহল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নিয় স্বজন রেখে গেছেন।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র স্থানীয়(বড়লেখা) প্রতিনিধিদের শোক প্রকাশ:
এদিকে বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশন এর স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাসেম এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র স্থানীয় (বড়লেখা) প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন, শামীম আহমেদ (মাস্টার), আইনুল ইসলাম, নাদের আহমদ ও মো: আবু তাহের।
এক শোকবার্তায় বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র স্থানীয় প্রতিনিধি বৃন্দ মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন- জনাব কামরুল ইসলাম সাহেবের মাতা তিনি ছিলেন অত্যন্ত সরল মনের পরোপকারী একজন প্রবীন মানুষ। মানুষের সুখ-দুখে তিনি সব সময় পাশে থাকার চেষ্টা করতেন।
মহান আল্লাহপাক যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।