রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বিয়ানীবাজারের পৌরসভার খাশাডী পাড়া গ্রামের বাসিন্দা এক সময়ের নিউইয়র্কে বসবাসকারী বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা প্রবীণ প্রবাসী বিয়ানী বাজার সমিতির সাবেক উপদেষ্টা,কিবরিয়া জামানের পিতা, বিয়ানীবাজারের জামান প্লাজার অন্যতম স্বত্তাধীকারী কামরুজ্জামান( কমাই মিয়া)সাহেবের মিশিগানে ইন্তেকাল হইয়াছে।মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা নুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয় বলেন,কামরুজ্জামান (কমাই মিয়া) আমার মামা। আমাকে ছোটবেলা থেকেই খুবই স্নেহ করতেন। মামার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মামা খুবই ভালো মানুষ ছিলেন। দোয়া করি মহান আল্লাহ যেন মামাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।