বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ‘হেক্সা’ মিশন সামনে রেখে কাতার বিশ্বকাপে আজ মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘জি’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া। এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে সুখস্মৃতি খুঁজে পাচ্ছে তিতের দল।
তবে সেটা কতটুকু কাজে দেবে ম্যাচ শেষের আগ পর্যন্ত তা বোঝা যাবে না। কেননা চলতি আসরে এখন পর্যন্ত দুটি আপসেটের ঘটনা ঘটেছে। যার শিকার আবার শিরোপা জয়ে ফেভারিটের তালিকায় উপরের দিকে থাকা আর্জেন্টিনা ও জার্মানি।
আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে। আর গতরাতে জার্মানি একই ব্যবধানে এশিয়ার দেশ জাপানের কাছে পরাজিত হয়।
এবারেরটি বিশ্বকাপের ২২তম আসর। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে তারা হেরেছিল প্রথম ম্যাচ, পরের আসরেও একই ঘটনার শিকার হয়। এরপর ৮৮ বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারেনি তারা। এর মধ্যে ১৯ ম্যাচে অপরাজিত থেকেছে তারা হেরেছে দুইটিতে।
আরও পড়ুন: সার্বিয়ার বিপক্ষে যে ফরমেশন সাজাবে ব্রাজিল
প্রথম বিশ্বকাপে তারা যুগোস্লোভিয়ার কাছে হারে ২-১ গোলে। পরের আসরে ইতালির কাছে হারতে হয় ২-১ গোলে। বিশ্বকাপজয়ী পাঁচ টুর্নামেন্টের সবগুলোতেই প্রথম ম্যাচ জিতেছে সেলেসাওরা। নিজের খেলা তিন বিশ্বকাপের সবগুলোতেই প্রথম ম্যাচে গোল করেছেন পেলে।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের ফল
১৯৩০- ব্রাজিল ১-২ যুগোস্লাভিয়া।
১৯৩৪- ব্রাজিল ১-৩ স্পেন।
১৯৩৮ – ব্রাজিল ৬-৫ পোল্যান্ড।
১৯৫০- ব্রাজিল ৪-০ মেক্সিকো।
১৯৫৪- ব্রাজিল ৫-০ মেক্সিকো।
১৯৫৮- ব্রাজিল ৩-০ অস্ট্রিয়া।
১৯৬২- ব্রাজিল ২-০ মেক্সিকো।
১৯৬৬- ব্রাজিল ২-০ বুলগেরিয়া।
১৯৭০- ব্রাজিল ৩-১ চুকোস্লাভিয়া।
১৯৭৪- ব্রাজিল ০-০ যুগোস্লাভিয়া।
১৯৭৮- ব্রাজিল ১-১ সুইডেন।
১৯৮২- ব্রাজিল ২-১ সোভিয়েত ইউনিয়ন।
১৯৮৬- ব্রাজিল ১-০ স্পেন।
১৯৯০- ব্রাজিল ২-১ সুইডেন।
১৯৯৪- ব্রাজিল ২-০ রাশিয়া।
১৯৯৮- ব্রাজিল ২-১ স্কটল্যান্ড।
২০০২- ব্রাজিল ২-১ তুর্কি।
২০০৬- ব্রাজিল ১-০ ক্রোয়েশিয়া।
২০১০- ব্রাজিল ২-১ উত্তর কোরিয়া।
২০১৪- ব্রাজিল ৩-১ ক্রোয়েশিয়া।
২০১৮- ব্রাজিল ১-১ সুইজারল্যান্ড।