বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্কঃ অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেটের নরককুণ্ড হিসাবে কুখ্যাত সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেল ঘেরাও করেছিলেন স্থানীয় লোকজন। ওই হোটেলের নাম হোটেল মেঘনা। বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হোটেলটি ঘেরাও করে রাখা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই যুবককে হোটেল মেঘনার একদল দালাল ধরে নিয়ে মারধোর করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে একদল যুবক জড়ো হয়ে হোটেলটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘেরাও করে রাখে।
পরে সংবাদ পেয়ে সিলেট মহানগর পুলিশের একদল সদস্য হোটেলের সামনে উপস্থিত হন। তারা হোটেলটি ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেও দরজা খোলাতে ব্যর্থ হন।
পরে পুলিশ যথাযত আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে যুবকরা শান্ত হয়ে ফিরে যান।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ ও ঘেরাওকারীরা নিশ্চিত করেছে।
বিষয়টির ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।