BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বনিক সমিতির নির্বাচন চান জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা


নভেম্বর ২৪, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ এক যুগ থেকে জোড়াতালি দিয়ে চলছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাজার বণিক সমিতির কার্যক্রম। সাবেক মেয়র প্রয়াত আনোয়ার হোসেন সুনাউল্লাহ ২০১১ সালে বাজার বণিক সমিতির নির্বাচন দেন। সেই সমিতির মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ সাবু ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার উভয়ই মারা যান। বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে জকিগঞ্জ বাজার বণিক সমিতি।

মঙ্গলবার (২২ নভেম্বর) কয়েকশত ব্যবসায়ীর স্বাক্ষরিত আবেদন হস্তান্তর করেন, কাউন্সিলর ও ব্যবসায়ী আমাল আহদ, সাবেক কাউন্সিলর বাবুল আহমদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আলতাফ হুসেন, মঈনুদ্দিন, নূরুল হুদা সহ প্রমুখ।

জকিগঞ্জ পৌর মেয়র আব্দুল আহাদের নিকট বণিক সমিতির নির্বাচন চেয়ে আবেদন করেছেন। জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে কোনো কমিটি না হওয়ায় জকিগঞ্জ বাজারের যেমন কোনো উন্নয়ন হচ্ছে না, তেমনি ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। যেন অভিভাবকহীন অবস্থায় উপজেলার সদর বাজারটি।

এ ব্যাপারে জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ বলেন, খুব শিগগিরই পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তারা ৩ মাসের মধ্যে ভোটার তালিকা করবেন। পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।