বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জর আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. এর আউটলেট শাখার উদ্বোধন হয়েছে। সোমবার বেলা ১১ টায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। শাহজাহান মো. সেলিমের পরিচালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন আল আরাফাহ ইসলামী ব্যাংক এর আউটলেট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক কে এম ছয়ফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের সিলেটের উপশহর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খাব্বাব চৌধুরী, সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক আছাদ উদ্দিন, পূবালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক, জকিগঞ্জ আউটলেট শাখার উদ্যোক্তা মো. মুজিবুর রহমান, প্রবীণ শিক্ষক ইছহাক খান, প্রবাসী হাজী আব্দুস ছালাম, ব্যবসায়ী আব্দুল আউয়াল, আফতাব আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন সুহেল, আনজুমানে আল ইসলাহ’র পৌর সভাপতি কাজী হিফজুর রহমান, শিক্ষক ও প্রাবন্ধিক মাওলানা মুখলিছুর রহমান, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, শিক্ষক আব্দুস ছালাম, কবি ও শিক্ষক ফজলুর রহমান,
আল আরাফাহ ইসলামী ব্যাংক এর জকিগঞ্জ আউটলেট শাখার পরিচালক বদরুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. এর আউটলেট জকিগঞ্জ শাখা দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এটি স্বতন্ত্র, ব্যতিক্রম সেবার মাধ্যমে সর্বস্থরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ও নসিহতমুলক বক্তব্য দেন জকিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান।