সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৩১ আগষ্ট সোমবার বিকাল ৩ টায় উপ-পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মিলন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত সেন, সদস্য সাহেদ আহমদ, ইসমাইল উদ্দিন।
এছাড়াও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আদিল হোসেন, দেলুয়ার হোসেন, কয়েস আহমদ, সমর দাস, রাসেল আহমদ, আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, আবু ছাইম, গিয়াস উদ্দিন, ছামির মিয়া, মানিক, রুবেল আহমদ, প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন ইদানীং দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহন বেড়ে গেছে। উবার, শেয়ারী ও পাঠাও প্রভুতি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহণ করে যাচ্ছেন কিছু সংখ্যাক নাম পরিচয়হীন ব্যক্তি কিন্তু অবৈধ ও নাম পরিচয় বিহীন মোটর সাইকেল চালকরা অটোরিকশা শ্রমিকদের সাথে দাপট দেখিয়ে যাত্রী পরিবহন করে থাকে। তাদের বিরুদ্ধে কথা বললে তারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসব চক্রের সাথে ছিনতাইকারী ও পকেটমার সহ অপরাধীদের সপৃক্ততা রয়েছে। এমনকি এসব বাইকের মাধ্যমে নানা অপরাধ কর্মকান্ড ঘটে থাকে।জনগনের নিরাপত্তার স্বার্থে এরকম অনুমােদনহীন কর্মকান্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।অ্যাপ নয় চুক্তিতে যাত্রীবহন এখন ঝুকিপূর্ণ হয়েছে। ছিনতাই ডাকাতি অপহরণ সহ এসব বাহন দিয়ে কেনাে অপরাধ সংঘটিত হলে অপরাধীদের শনাক্ত করাও অসম্ভব হয়ে পড়েছে।