বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক::বাংলাদেশ জালালাবাদ এসোসিয়েশন পিওলতেলো মিলান ইতালির দ্বি বার্ষিক সম্মেলন ২০২১- ২০২৩(দুই বৎসর মেয়াদের) অতিসম্প্রতি সংগঠনের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সমসু মিয়া।তাকে আরো ৬ জন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কে সহযোগিতা করেন। বিরতিহীন দীর্ঘ সাত ঘন্টা আলোচনা করে শতাধিক কাউন্সিলারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ জিএম জয়নাল (জকিগঞ্জ ) সভাপতি, তুরন মিয়া (সুনামগঞ্জ )সাধারণ সম্পাদক, আমির উদ্দিন (সিলেট )সাংগঠনিক সম্পাদক, জাকির হোসেন (সিলেট সদর)কোষাধ্যক্ষ, আবদুস সামাদ (গোলাপগঞ্জ), সাহাব উদ্দিন (মৌলভীবাজার) কামাল উদ্দিন (হবিগঞ্জ )সহ মোট ৮৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।