বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:: জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্স শাখার উদ্যোগে রোববার (২৩ আগস্ট) বিকেলে প্যারিসের একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।পরিষদের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশফাক রাহাত চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ;কবির উদ্দিন,সহ সাধারণ সম্পাদক;দেলওয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আজিম,সদস্য কয়েস আহমদ, সদস্য মারুফ মালিক (লিওন)।
সভায় বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধ হয়ে জকিগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অহ্বান জানান।বক্তারা আরো বলেন নিঃস্বার্থভাবে সমাজের জন্য দেশ ও জাতির দুঃসময়ে এগিয়ে আসার আহবান জানান এবং ফ্রান্সে নবাগতদের কে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের মাধ্যমে মৃত্যু ফান্ড সম্পর্কে আলোচনা করা হয় এবং ফ্রান্সে বসবাসরত জকিগঞ্জের সকলকে এই ফান্ডে এগিয়ে আসার আহবান জানান।যে ফান্ডের মাধ্যমে মৃত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে প্রেরনের ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আব্দুন নূর, রিপন আহমদ চৌধুরী, টিপু সুলতান চৌধুরী, এনামুল হক,আহমেদ আরিফ,হুসাইন আহমদ,দেলওয়ার হোসাইন, আহমেদ সাব্বির চৌধুরী, ফরিদ উদ্দীন চৌধুরী, সুফিয়ান আহমেদ,নাজিম উদ্দিন, কালাম আহমদ, নাজমুল ইসলাম পারুল,তাজির আহমদ, সাবুল জালিল প্রমূখ ।
সভা শেষে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের বাসিন্দা, ফ্রান্স প্রবাসী কবির আহমদ করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যান। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন কাজী মো. আব্দুল মুহিত।