বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি::জকিগঞ্জের আল্লামা শাহ সূফি শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর মাজার জিয়ারত করছেন ফান্দাউক দরবার শরীফের পীর আল্লামা সাইয়্যিদ ছালেহ আহমদ মামুন আল-হোসাইনি, আল্লামা সাইয়্যিদ মঈনুদ্দিন আল-হোছাইনি, মাওলানা সাইয়্যিদ জাকারিয়া আল-হোসাইনি, এবং জৌনপুর দরবার শরীফের পীর আল্লামা সাইয়্যিদ এমদাদউল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি ছাহেব জৌনপুরী ।
মাজার জিয়ারত শেষে বালাউট ছাহেব বাড়ীতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আল্লামা বালাউটি ছাহেব রহ.’র বড় ছাহেবজাদা মুফতি মাওলানা শাহ মো.উবায়দুর রহমান বালাউটি ও অন্যান্য ছাহেবজাদাবৃন্দ ।