বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:৩৯ পূর্বাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিয়ানীবাজার উপজেলার ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেক।শনিবার (২২ আগস্ট) বিয়ানী বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় দেন। রোববার (২৩ আগস্ট) তাঁকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইকবাল হোসেন তারেক নিজেই বিডি সিলেট নিউজ ডটকম কে তিনি বলেন,শারীরিক অবস্থা ভালো থাকায় ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।পাশাপাশি তিনি,সিলেটবাসীসহ দেশ- বিদেশে থাকা দলের নেতাকর্মীদের প্রতি দোয়ার আহবান জানান তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারেন।