বিডিসিলেট ডেস্ক : মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি কার্যকরী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুন আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কফিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদুয়ান আহমদ, কোষাধ্যক্ষ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক চিরনজিৎ পাল, ধর্ম সম্পাদক কাজী দিলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ, সদস্য শেখ মোঃ জুনেদ আহমদ, সামসুল আলম, নুরুল হক, জুনেদ আহমদ, আজিজুর রহমান, সানি আহমদ প্রমুখ।
সভায় মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক মার্কেট রাত ৮টার পর থেকে বন্ধ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আজ মঙ্গলবার থেকে রাত ৮টার পর মধুবন সুপার মার্কেটের সকল দোকান বন্ধ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
তিনি আরও বলেন শুধু মধুবন সুপার মার্কেট নয়, মহাজনপট্রি ও জিন্দাবাজারের সকল দোকান পাট রাত ৮টার পর বন্ধ করার ব্যাপারে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।