গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সহায়তায় ঢাকাদক্ষিণ ইউনিয়নে বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।সোমবার (১৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়াম রুমে ১শত ২৫টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল নুর মসলাই মিয়ার সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের বাংলাদেশ প্রতিনিধি এম.এ.সায়াদ এবং হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সহ সভাপতি মোঃ সেলিম আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল মুতলিব মছন মিয়া, আব্দুল শহীদ জিলা মিয়া, সাহাব উদ্দিন আহমদ, হাজী আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, কাজল কান্তি দাশ, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন দেলওয়ার, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ আলাউদ্দিন, সেলিম আহমদ, নুকুল মালাকার, বিশিষ্ট মুরব্বি লুকু মিয়া, জামাল আহমদ।
অনুষ্ঠান শেষে দেশের সংকটময় মুহূর্ত উত্তলনের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজারের বড় মসজিদের ইমাম হয়রত মাওলানা হাফিজ আবু তাহের।