BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে সজলের সৌজন্যে নগদ অর্থ উপহার প্রদান


জুলাই ১৮, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

তাহমীদ ইশাদ রিপন,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠক এমদাদুল ইসলাম সজলের সৌজন্যে এবং বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় সামাজিক-সাংস্কৃতিক ১০টি সংগঠনের ২০ জন সদস্যদের মাঝে প্রাথমিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী মোঃ কবির হোসেন, সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, বাঙালি বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি আয়াজ বাঙ্গালী, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহজাহান, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক কবি শহীদ-উল ইসলাম প্রিন্স, বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম ইমন ও নিসচার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য অজিত রবি দাস, শাহরিয়ার আহমেদ শাকিল, সাবেক ছাত্রনেতা জাফর আহমদ, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নোমান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক অসীম কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ছয়দুল ইসলাম, নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সদস্য এনাম উদ্দিন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মজনুর রহমান, মানবসেবা সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।