বিডিসিলেট ডটকম : শিক্ষার্থীদের জীবনের যত্ন নেওয়া শেখাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেছেন, বৃক্ষ রোপণের মাধ্যমেই শিক্ষার্থীরা জীবনের প্রতি যত্ন নেওয়া শিখবে। এতে তারা নিজের যত্ন এবং পরিবারের যত্ন নিতে শিখবে। মানুষ ও পরিবেশের প্রতি তারা সংবেদনশীল হবে। আমরা যদি প্রকৃতির প্রতি যত্ন নেই, প্রকৃতিও আমাদেরকে দেখবে। বিশ্বের উন্নত দেশগুলো পরিবেশ দূষণ করছে। কিন্তু পরিবেশসহ জলবায়ু মোকাবেলায় আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৮ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগরে ন্যাশনালওয়াইড এসোসিয়েশন ফর ইন্টারগ্যাটেড ডেভেলপমেন্ট (নিড) আয়োজিত বৃক্ষ রোপণ ও চিকিৎসা সহায়তার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ডা. দিপু মনি আরও বলেন, আমি সিলেটে এসে শিক্ষা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের জন্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
নিড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেএসি ইউকে এন্ড কনসাল ফর ফিনল্যান্ড’র বিচারক জুলিয়ান এফডব্লিউ ফিলিপস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক।
অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করেন মন্ত্রী। আগামী ২ বছরে এলাকায় ৩৫ হাজার গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।