BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩২
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে কাতার প্রবাসী নারীর মরদেহ উদ্ধার


জুলাই ১৮, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মৌলভীবাজারে আকলিমা বেগম (২৬) নামে কাতার প্রবাসী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা পর থেকে তার স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

আকলিমা মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী পারভেজ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তাদের চার বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

নিহত আকলিমা বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া জানান, আকলিমা ও পারভেজ দুজনেই সৌদি আরবে চাকরি করতেন। সেখানে চাকরির সুবাদে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চার বছর আগে সৌদি আরবে তাদের বিয়ে হয়। পরে সৌদি আরব থেকে দেশে চলে আসেন তারা। কিছুদিন দেশে থাকার পর স্বামী পারভেজকে বাড়িতে রেখে আকলিমা কাতারে চলে যান। সেখানে ১৮ মাস চাকরি করে চলতি মাসের ১৫ জুলাই দেশে ফেরেন তিনি। আকলিমা দেশে আসার পর থেকে কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান স্বামীর কাছে। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছেন বলে আকলিমাকে জানান। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হয়।

আকলিমার প্রতিবেশী আলমগীর মিয়া জানান, দুপুরে শ্রীমঙ্গলের বাড়িতে আকলিমার মা সকালে এসে দেখে তাদের ঘরের দরজায় তালা দেওয়া। পরে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান মেঝেতে আকলিমার লাশ পড়ে আছে। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, রাতে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডা ও মারামারি হয়েছে। নিহত আকলিমার গলায় জমাট রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।