বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালোবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। যিনি দিয়ে গেছেন এ স্বাধীন-সার্বভৌম দেশ, লাল-সবুজ পতাকা, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসময় আবেগ আপ্লুত হয়ে উনার বাবা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানকে স্মরণ করে বলেন, আমার বাবা আপনাদের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমাদের সহযোগিতা ও দোয়া পেলে আমিও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদতবরণকারীদের মাগফরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ও বাবা সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করেন।
২০ আগস্ট বৃহস্পতিবার বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ছড়ারপাড় জামে মসজিদে দোয়া মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, এই দেশের ইতিহাস এক দিনে রচিত হয় নাই। এই বাংলাদেশের ইতিহাস এই বাংলাদেশের মহানায়ক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ নিরন্তর এগিয়ে যাবে এটিই হোক শোক দিবসের শপথ।
এসময় উপস্থিত কামরুল হক শিপু, কামরুল ইসলাম চৌধুরি, ১৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনাম আহমদ, আব্দুর রহমান, তাতী লীগের কেন্দ্রীয় সদস্য কালাম আহমদ, ১৪নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো: লিয়াকত হোসেন,ওয়ার্ড যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, ওয়ার্ড যুবলীগের
কার্যকরী কমিটির সদস্য সুমন আহমদ, শিপন আহমদ, জাকির, ২৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল হাফিজ নুর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি