মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন পরিবহন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান (এফইএস) বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
আজ সোমবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক পদে অধ্যাপক ড. মো. জহির বিন আলমের নিযুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাঁকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে এফইএস বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে পরিবহন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে অফিস আদেশে বলা হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টর যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি সে চেষ্টা করে যাবো। আমার উপর অর্পিত নতুন এ দায়িত্ব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করি।