মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৩:৩০ অপরাহ্ন
আন্তজার্তিক ডেস্ক : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে তারই এক সহপাঠী। ওই ছাত্রী মানসুরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ছাত্রী ছিলেন। ২১ বছর বয়সী ওই ছাত্রীর নাম নাইয়েরা আশরাফ।
গালফ নিউজ জানিয়েছে, এ ঘটনা ঘটেছে মিশরে। বিশ্ববিদ্যালয়ের গেটে নাইয়েরাকে গলা কেটে হত্যা করা হয়। এসময় মানুষজন জড়ো হয়ে যায়। জানা গেছে, হাসপাতালে নেয়ার আগে কয়েকবার ছুরিকাঘাত করা হয় নাইয়েরাকে। আহত নাইয়েরাকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় রাগে-ক্ষোভে ফুঁসছে মিশরের মানুষজন। তারা নাইয়েরা জন্য ন্যায়বিচার চাইছে। একই সঙ্গে হত্যাকারীর কঠোর সাজা দাবি করেছে তারা।
মিশরের সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা হামলাকারীকে বেদম পেটায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার কাছ থেকে ছুরি জব্দ করে। এখন তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নাইয়েরা বিয়ে করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন নাইয়েরা। এজন্য ‘প্রতিশোধ’ নেয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক। এর আগে নাইয়েরাকে কয়েক বার হত্যার হুমকি দিয়েছিলেন ওই যুবক।