মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৩:১৫ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশাল একশন ইপসা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টায় সিলেট নগরী কালিঘাট দক্ষিণ সুরমা, বার্থখলা, শিববাড়ী ও মোমিন খলা ডিআইসিতে বিভিন্ন ধরনের ত্রান সামগ্রী পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ওরস্যালাইন, আলু, মুড়ি, আটা, পিয়াজ, চিড়া, চাউল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইপসা’র মোঃ আব্দুল আহাদ, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ রহমান ইনু, অর্চনা দাশ, প্রশান্ত চন্দ, মহরম ব্যাপারী, নজরুল ইসলাম প্রমু।
ইপসা’র এই মানবিক সহায়তায় কার্যক্রম নিয়মিত চলবে বলে উপস্থিতি কর্মকর্তাগন জানান।