মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০২:৫৬ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: ঐক্য পরিষদ সিলেট মহানগর ও জালালাবাদ থানা শাখার যৌথ উদ্যোগে গৃহীত ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে বুধবার (২২ জুন) সিলেটের টুকেরবাজার,কান্দিগাঁও,মোগলগাঁও ইউনিয়ন ও বালুচরে বন্যা দুর্গত ২০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজী চাল, ৫০০ মি.লি.সয়াবিন তৈল,৫০০ গ্রাম মশুর ডাল ও ২ কেজী আলু ও রান্না করা খাবার,খাবার স্যালাইন এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়।। এসময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,সিলেট মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, জালালাবাদ থানা শাখার সভাপতি বাবুল দেব, সাধারণ সম্পাদক আশীষ দে, সহ-সভাপতি নিখিল দে, যুগ্ম সম্পাদক গোপাল কৃষ্ণ দাস, যুব ঐক্য মহানগর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার দাস,নিলয় পাল,বকুল পুরকায়স্থ প্রমুখ।
উল্লেখ্য আগামী শুক্রবার পর্যন্ত এই ত্রান কর্মসূচি অব্যাহত থাকবে।