মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০২:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : দাবদাহের কারণে সৃষ্ট ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের বিভিন্ন দেশ। স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের দাবানল পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে দাবানলের কবলে আরেক দেশ জার্মানি। রাজধানী বার্লিনের পাশের এক শহরের ২০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে।
দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের হেক্টরের পর হেক্টর জমি। এরই মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেলেও, দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকলকর্মীরা। খবর ইউরো নিউজের।
আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী। হেলিকপ্টার ও বিমানের সাহায্যে পানি ছেটানো হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন। শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।
দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ধীরে ধীরে আগুন বাড়তে থাকায় আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ভয়াবহ দাবানলের কবলে আরেক দেশ জার্মানি। রোববার (১৯ জুন) শুষ্ক আবহাওয়ার মধ্যে তীব্র বাতাসে রাজধানী বার্লিনের পাশের এক শহরের বনাঞ্চলে এ দাবানলের সূত্রপাত হয়। পুড়ে যায় ২০০ হেক্টরেরও বেশি বনাঞ্চল।
এরই মধ্যে আগুন নেভাতে কাজ করছেন পাঁচশ’র বেশি দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশি দমকলকর্মী প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
তারা বলছেন, যেভাবে আগুন জ্বলছে, এ অবস্থায় আরও দমকলকর্মী প্রয়োজন। শুষ্ক আবহাওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করছে, এতে মনে হচ্ছে আমাদের বৃষ্টির অপেক্ষায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বের বিভিন্ন দেশ ভয়াবহ দাবদাহের সঙ্গে দাবানলের কবলে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।