বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা যুবলীগের উদ্যোগ শনিবার (১৫ আগষ্ট) রাত ৮টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদের পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যে সব কুলাঙ্গার এই ঘৃণ্য হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে মানুষ সারাজীবন মানুষ ঘৃণা করে যাবে।
সভায় বক্তারা,প্রধানমন্ত্রী রাষ্টনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে যুবলীগ কাজ করে যাবে বলে অঙ্গিকার করেন।
ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ ও বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবন্দ।