শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা ও বড়লেখা সরকারি কলেজের মেধাবী ছাত্র জাহেদ আহমদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও উপজেলার জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইন।শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ০৫ ঘটিকায় সুড়িকান্দি’স্থ জাহেদের নিজ বাড়িতে এ অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব আইনুল ইসলাম।
এসময় তারা অসুস্থ জাহেদের দ্রুত সুস্থতা কমনা করেন এবং জাহেদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি বিনীতভাবে আহবান জানান।