BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো-মেসির পরেই বিরাট কোহলি


জুন ৮, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : হাসছে না বিরাট কোহলির ব্যাট। টানা ব্যর্থতায় সমালোচনার মুখে ভারতীয় তারকা ক্রিকেটার। বাইশ গজে ধুঁকতে থাকা কোহলি গড়লেন অনন্য রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার হলো তার।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারিত ক্রিকেটার বিরাট কোহলি। ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় তিনি। কোহলির আগে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টারের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪৫১ মিলিয়ন। আর মেসির ৩৩৪ মিলিয়ন। ১৭৪ মিলিয়ন অনুসারী নিয়ে কোহলির পরই নেইমার।

ফলোয়ার সংখ্যা ২০০ মিলিয়ন পার হওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘২০০ মিলিয়ন শক্তিশালী প্লাটফর্ম।

সমর্থনের জন্য ইনস্টা পরিবারকে ধন্যবাদ।’
ইনস্টাগ্রামে ভালোই সময় কাটান কোহলি। দৈনন্দিন জীবনের নানা ছবি পোস্ট করেন তিনি। স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে কাটানোর মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। এছাড়া সচেতনামূলক, ফিটনেস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পরামর্শ দেন কোহলি।

চলতি বছরের শুরুতে এক জরিপে দেখা যায় প্রত্যেক ইনস্টাগ্রাম পোস্টের জন্য ৬৪০০০০ ডলার আয় করে থাকেন কোহলি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি টাকা। বছরের শুরুর তুলনায় ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোহলির, তাই পোস্ট প্রতি অর্থের পরিমাণও বাড়ছে তার। ২০২১ সালের বিবেচনায় জরিপটি করা হয়।

সেই জরিপে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদো প্রত্যেক পোস্টের জন্য ১৬০৪০০ ডলার পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ কোটি টাকা।
শুধু ক্রীড়াবিদ নয়, ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সর্বোচ্চ অনুসারিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক। দুইয়ে থাকা মার্কিন মডেল ও অভিনেত্রী কাইল জেনিফারের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৩৪৫ মিলিয়ন। আর তিনে লিওনেল মেসি।

চারে থাকা মার্কিন সংগীত শিল্পী সেলেনা গোমেজের অনুসারী সংখ্যা ৩২৫ মিলিয়ন। পাঁচ নম্বরে রয়েছেন সাবেক রেসলিং তারকা এবং বর্তমানে হলিউড অভিনেতা ডুয়ানে জনসনের (দ্য রক) ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৩২০ মিলিয়ন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।