বিডিসিলেট ডেস্ক : নিজের বাসা বাড়িতেই নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয় ৯৫ শতাংশ শিশু। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে বেসরকারি সংস্থার একটি জরিপে। জরিপের তথ্যমতে, ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়।
মঙ্গলবার (৭ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতি’ শীর্ষক জরিপের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং বেসরকারি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে গবেষণার মূল বিষয় উপস্থাপন করা হয়।
বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশ জুন ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত মোট ১১টি জেলা ৫ হাজার ৭৪ জন শিশুর ওপর এই জরিপ পরিচালনা করে। এদের মধ্যে শহরের ৩ হাজার ১৩৪ জন শিশু এবং গ্রামের ১ হাজার ৯৪০ জন। জেলাগুলো হচ্ছে— ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, যশোর, ঝিনাইদহ, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা ও রাঙামাটি।
জরিপের তথ্যমতে শতকরা ৯৫ দশমিক ৮ জন শিশু নানাভাবে ঘরেই নির্যাতনের শিকার হচ্ছে। তারমধ্যে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয় বাবা-মা ও অভিভাবকদের দ্বারা।
সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থানীয় সরকার পর্যায়ে শিশু বাজেটে ১০ শতাংশ বরাদ্দের দাবি জানান। রাজনৈতিক ক্ষেত্রে শিশুর ব্যবহার বন্ধের ওপরও জোর দেন দেবপ্রিয় ভট্টাচার্য।