BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকা জন্য নিজ সন্তানকে বিক্রি করল বাবা, উদ্ধার করল পুলিশ


জুন ৮, ২০২২ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: চাঁদপুরে মাদকাসক্ত বাবা নেশার টাকা জোগাড় করতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন দেড় বছরের শিশু আব্দুল্লাহকে। পরে শিশুর মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় অবগত করলে তাৎক্ষণিক পুলিশ শিশুটিকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করে।

গত সোমবার (৬ জুন) দিবাগত রাতে দেড় বছরের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় মতলব দক্ষিণ থানার পুলিশ।

জানা গেছে, মতলব দক্ষিণ পৌরসভার ২নং ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা মাদকসেবী ইমরান হোসেন। গত ৪ জুন স্ত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়ে বের হয়ে যান। পরে দেড় বছরের আব্দুল্লাহকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে।

এদিকে সন্তান না পেয়ে শিশুটির মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানায় এসে পুলিশকে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন।

পুলিশ জানায়, শিশুটির বাবা মাদকাসক্ত। তিনি তার নেশার টাকা জোগাড় করতে না পেরে অবুঝ শিশুটিকে বিক্রি করে দেন। যদিও এই ঘটনার পর থেকে তিনি পলাতক। এ ছাড়াও স্ত্রী-সন্তানের তেমন খোঁজ খবর রাখেন না। স্ত্রী লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, মাদকসেবী ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে তার ছেলে আব্দুল্লাহকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন নিঃসন্তান এক দম্পতির কাছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, লামিয়া বেগম থানায় এসে আমাদেরকে বিষয়টি জানান এবং সঙ্গে সঙ্গে পুলিশ তার সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মীপুর থেকে শিশু আবদুল্লাহকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।