বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:৪৮ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর মাসিক সভা গত ১৪ আগস্ট শুক্রবার বেলা ১১টায় নগরীর চালিবন্দরস্থ উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সংকটময় করোনাকালে অসহায় ও দুস্থ মানুষদের সহায়তায় ৩য় পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করার উদ্যোগ গ্রহণ করেন। সভায় সংগঠনের সম্মানিত সহ সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র পাল ও সদস্য অধ্যাপক দেবাশীষ দেবনাথ এর প্রফেসর পদে উনśীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের অন্যতম সহ সম্পাদক প্রদীপ কুমার দে সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর এবং এ যাবৎ কালে করোনায় পরলোকগতদের ও অন্যান্য সকলের আশু রোগমুক্তি কামনায় এক মিনিট প্রার্থনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রধান সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের অবসর প্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাস, বীরেন্দ্র সূত্রধর, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সুব্রত দেব, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, অধ্যাপক অনবীর রায়, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, এ্যাপেক্সিয়ান জিডি রুমু, অধ্যাপক পৃথ্বিষ কান্তি ঘোষ, ব্যবসায়ী স্বপন পাল চৌধুরী, বিনয় ভূষণ তালুকদার, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, অধ্যাপক বাসুদেব পাল প্রমুখ। বিজ্ঞপ্তি