বিডি সিলেট ডেস্ক::সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন- সিলেটের প্রতি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সজাগ দৃষ্টি রয়েছে। আর এ কারনে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষজন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে খাদ্য সহায়তা পাচ্ছেন। একই সঙ্গে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষ থেকে ত্রান বিতরন করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের মধ্যে এ ত্রান উপহার পৌছে দিতে জনপ্রতিনিধিদের মাধ্যমেই বিতরন করা হচ্ছে।
তিনি বলেন, জাতির জনকের কন্যা রাস্ট্র ক্ষমতায় রয়েছেন বলে বাংলাদেশে দুর্বার গতিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বর কারনে আজ বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের কাতারে চলে গেছে। এটা আমাদের কাছে গৌরব ও অহংকারের বিষয়।
তিনি সোমবার (৬ই জুন) সিলেট নগরীর শেখঘাটের সুখের হাসি ক্লিনিক চত্বরে প্রধানমন্ত্রীর ও পররাস্ট্রমন্ত্রীর ত্রান তহবিলের উপহার বিতরনের আগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী। নগরীর এ ওয়ার্ডে প্রধানমন্ত্রী ও পররাস্ট্রমন্ত্রীর তহবিলের ত্রান উপহার পান প্রায় ১১০০ মানুষ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক আজহারুল হক মঞ্জু, সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, শেখঘাট এলাকার পঞ্চায়েত প্রধান ও মসজিদের মোতাওয়াল্লী শফিক মাহমুদ, কোষাধ্যক্ষ জুবের আহমদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবের হোসেন।