BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর দোকান ডাকাতি


জুন ৪, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ইতালিতে এক বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় রোমের অদূরে ফিনোক্কিও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিনজনের একটি ডাকাত দল মানি ট্রান্সফার ও মোবাইল বিক্রির প্রতিষ্ঠানে হঠাৎ প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর কয়েক হাজার ইউরো নিয়ে চলে যায়। যাওয়ার সময় দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় প্রতিষ্ঠানের মালিক অ্যাড. আনিচুজ্জামান আনিচের ভাগিনা আসাদুজ্জামান দোকানে ছিলেন। ডাকাত দল দোকানে প্রবেশ করার সাথে সাথে ভয়ে তিনি ভেতরে নিরাপদে অবস্থান নেয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক অ্যাড আনিচুজ্জামান আনিচ বলেন, ঘটনার সময় তিনি আরেকটি দোকানে ছিলেন। পরে প্রশাসনের সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিক কয়েক গাড়ি পুলিশ চলে আসে। পুলিশ দোকানে ঢুকে ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে। একই সঙ্গে এলাকায় তল্লাশি করে।

এ ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনবে বলে পুলিশ জানিয়েছে। প্রশাসনের এমন ভূমিকা দেখে সন্তুষ্টি প্রকাশ করে আনিচ বলেন, পুলিশ জানিয়েছে এ ঘটনার তদন্ত হবে। অপরাধীরা ধরা পড়বে। ঘটনার দিন ডাকাতরা দুই রাউন্ড গুলি ছোড়ে। দোকান থেকে প্রায় ২১ হাজার ইউরো (২১ লাখ টাকা) নিয়ে গেছে। এর মধ্যে নগদ ৯ ও গচ্ছিত ১২ হাজার ইউরো।

এত টাকা দোকানে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার এক ঘণ্টা আগে ইউরোগুলো পোস্ট অফিস বা ব্যাংককে জমা দেওয়ার কথা ছিল। এর আগেই এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাটি পুলিশের তদন্তাধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।