BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৩
আজকের সর্বশেষ সবখবর

আমরা মেসির জন্য সিংহের মতো লড়েছি: মার্টিনেজ


জুন ৩, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সিতে ১৬ বছর কিছুই জিততে পারেননি লিওনেল মেসি। এবার এক বছরের মধ্যে জিতলেন দ্বিতীয় শিরোপা। তার সামনে এখন ট্রেবলের সুযোগ। এই আর্জেন্টিনার ফুটবলাররা দলটির সেরা তারকা মেসির জন্য সিংহের মতো লড়াই করছে বলে মন্তব্য করেছেন গোররক্ষক এমি মার্টিনেজ।

ব্রাজিলের বিপক্ষে গত বছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এবার ইতালিকে হারিয়ে জিতলো ফাইনালিসিমা। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে দলটি। ওই ম্যাচের পর আকাশি-নীল জার্সিধারীদের গোলবারের আস্থা হয়ে ওঠা মার্টিনেজ বলেছেন, এখন তারা বিশ্বকাপের দাবিদার।

তিনি বলেন, ‘এক বছর আগে আমরা কিছুই ছিলাম না। কারণ আমরা কোন শিরোপা জিততে পারিনি। তবে এখন আমরা বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কারণ আমরা শিরোপা জিততে শুরু করেছি। এর আগেও আমরা বিশ্বকাপের দাবিদার ছিলাম, কারণ আমাদের দলে বিশ্বসেরা ফুটবলার মেসি ছিলেন। আমরা সকলেই সিংহ, যারা তার জন্য লড়াই করি।’

আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে, ল্যাতিন অঞ্চল থেকে সহজে বিশ্বকাপে পা রেখেছে। কিন্তু ইউরোপের দলের বিপক্ষে না খেলায় তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় বলে দাবি করা হয়েছিল। ওই প্রশ্নের উত্তরে এমি বলেন, ‘তারা ঠিক বলছে না। আমরা শীর্ষ পর্যায়ের জন্য প্রস্তুত। ইতালি ইউরো চ্যাম্পিয়ন এবং তারা ভালো দল।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।