শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধানে এবং গোলাপগঞ্জ থানা অফিসার এর নেতৃত্বে গোলাপগঞ্জ চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ সোমবার (১০ আগস্ট) রাত ১.৩০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) পিন্টু সরকার অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ থানা এলাকায় ১ নং বাঘা ইউনিয়ন অন্তর্গত খালপার গ্রামের রোকসানা বেগম কে ৫০০ গ্রাম গাঁজা সহ নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।উক্ত ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার মামলা রুজু করা হয়েছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান বলেন,আইজিপি মহোদয় নির্দেশে এবং পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সিলেট জেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশের সকল সদস্য একযোগে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে আমরা সিলেটকে মাদকের ভয়াল থাবা হতে রক্ষা করতে পারব ইনশাআল্লাহ।
বিডি সিলেট নিউজ ডটকম/১০ আগস্ট ২০২০ ইং/