শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি::সিলেট জকিগঞ্জ সড়কে গণপরিবহনে শৃঙ্খলাবিধি মেনে চলতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বরাবর স্মারকলিপি প্রদান করে মানব সেবা ফাউন্ডেশন।রোববার (৯ আগস্ট) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সাংবাদিক ও ব্যবসায়ী আহসান হাবিব, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সদস্য তানভীর আল হাসান, শাহিন চৌধুরী, তামজিদুল ইসলাম দুলাল, আব্দুল ওয়াহিদ, মিজান চৌধুরী, মোস্তফা আহমেদ পাবেল, হাবিবুর রহমান মাশরুর, রুবেল, পারভেজ, জাফরান, ফরহাদ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণের পরপরই সংশ্লিষ্টদের সাথে ফোনালাপে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এবং যাত্রীদের ভোগান্তি বন্ধের আহ্বান জানান।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন স্বাস্থ্যবিধি না মেনে নিয়মবহির্ভূতভাবে ভাড়া আদায় করা হচ্ছে। প্রায় প্রতিটি গণ পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। । এতে যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।