মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন
বিডি সিলেট:: রোববার (১৫ মে) অনুমান ৫.১৫ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্ত সিলেট কোতোয়ালী মডেল অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর দিক নির্দেশনায় এএসআই(নিঃ)/ইলিয়াছুর রহমান কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকা হইতে উর্মি (১০) নামীয় একজন শিশুকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত শিশুকে তাহার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার নাম উর্মি, পিতা-আলী হোসেন, মাতা- রুনা বেগম, সাং-ওমরগাঁও, থানা- অজ্ঞাত, জেলা-অজ্ঞাত জানাইলেও সঠিক পুনাঙ্গ কোন ঠিকানা বলিতে পারে নাই।
উক্ত কুড়িয়ে পাওয়া শিশু উর্মি (১০)কে কেহ চিনে থাকলে কিংবা তাহার প্রকৃত পরিচয় চিনে থাকলে কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।