মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০২:৩৭ অপরাহ্ন
বিডিসিলেট ডটকম : সিলেটের জকিগঞ্জে ভারি বর্ষণ, উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ বিস্তৃর্ণ জনপদ। ৬টি ডাইক ভেঙে প্লাবিত হয়েছে দু’টি ইউনিয়ন। ঠিক তখনই যেনো ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে আবির্ভাব টনের্ডোর।
এমনিতে সুরমার ডাইক ভেঙে বেশি ক্ষতিগ্রস্থ উপজেলার মানিকপুর ইউনিয়নের লোকজন। এরইমধ্যে রোববার (১৫ মে) ভোরবেলা টনের্ডোতে বিধ্বস্ত হয়েছে মানিকপুর ও কাজলসার ইউনিয়নের ২২টি বাড়িঘর। টনের্ডোতে শত শত গাছ-গাছালি পড়ে গেছে।
জকিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, টনের্ডোতে অন্তত; ২২টি পরিবার ক্ষতিগ্রস্থ ও শতাধিক গাছপালা পড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে।
তিনি বলেন, জকিগঞ্জে উপজেলার মানিকপুর ও কাজলসার ইউনিয়নে সুরমার ৫টি ডাইক ভেঙেছে এবং বারোহালে ১টি ডাইক ভেঙে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন। এসব মানুষের জন্য তিনি জেলা প্রশাসন থেকে ১৮ হাজার মেট্টিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আর টনের্ডোতে ক্ষতিগ্রস্থদের জন্য আলাদা আর্থিক অনুদানের তালিকা করা হয়েছে।