বুধবার, ১৮ মে ২০২২, ১২:২৬ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো তালিমপুর ও দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪টি ইউনিয়নের অংশগ্রহণে বিরামহীন বৃষ্টির মধ্যেও ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
১ম ম্যাচে ২’নং দাসেরবাজার ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে ৭নং তালিমপুর ইউনিয়ন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
অপরদিকে ৬’নং বড়লেখা সদর ইউনিয়নের মুখোমুখি হয় ১০’নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে মধ্যেকার খেলায় ১-১ গোলে সমতা হলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, দাসের বাজার ইউপি চেয়ারম্যান ডাক্তার স্বপন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য আমির উদ্দিন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, ইউপি সদস্য সাজন আহমদ, দিলিপ বিশ্বাস, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আজির, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা সম্পাদক ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমান, ক্রীড়া সংগঠক বিজয় নন্দ, নাসির ইমরান, শরিফ আল মামুন ও সাহেদ আহমদ পাভেল প্রমুখ।