সোমবার, ১৬ মে ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নাজির বাজারের হাজী বাড়ির রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন মাহবুবুল হক চৌধুরী (৩০), সাজন মিয়া (২৭)। এ ঘটনায় আহত অপরজনের নাম জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই লুৎফর রহমান ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যা তাহের।