সোমবার, ১৬ মে ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোগলা (বগুলা) ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমানায় বাগান বাড়ি রিংকু বর্ডার হাটের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতা কেটে বাগান বাড়ি রিংকু বর্ডার হাটের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতীয় ডেপুটি হাইকমিশনার মি. নিরাজ কুমার জয়সাওয়াল।
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারতীয় প্রতিনিধি এ ডি এম ডিপসাম্বর, ইউ এম ডি সি আই সি, এফ মাজাও, বিবিও, পি মকইম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা খাতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ডার হাট উদ্ভোধনের পুর্বে ভোগলা (বগুলা) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।