বুধবার, ১৮ মে ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পিতবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা বলে জানা যায়।