সোমবার, ১৬ মে ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের কালিগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ এলাকার একটি পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের মৃত ইসকান্দার আলীর ছেলে রফিক আহমদ (৫০)।
ঘটনাস্থল থেকে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, রফিক আহমদ সাইকেলে ছিলেন। ট্রাকটি পেছন থেকে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। লাশ ও ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ট্রাক চালককে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।