সোমবার, ১৬ মে ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে রুমেল এম. এস. রহমান পীর এবং আইন বিভাগে মো. আব্দুল মোসাব্বির চৌধুরী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। রোববার (৮ মে) তারিখে তারা এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১০ মে) তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে উপাচার্য নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কিছু দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাদের পূর্ব অভিজ্ঞতা ও শিক্ষকদের সাথে সমন্বয়ের মাধ্যমে বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম উপস্থিত ছিলেন।