শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৪১ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর তত্ত্বাবধানে এবং জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের এর নেতৃত্বে জকিগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন ২ নং বিরশ্রী ইউনিয়নের অন্তর্গত বড়পাথর গ্রামে এসআই মোহন রায় এর অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে এবং ৩৭ (সাইত্রিশ) পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন জকিগঞ্জ উপজেলার বড়পাথর গ্রামের মৃত জমির আলীর ছেলে মোঃ বাবুল আহমদ (৩৪),বড়পাথর গ্রামের জমির আলী ছেলে সালমান হোসেন (৩৫) ও একই উপজেলার সেনাপতিরচক গ্রামের সাজ্জাদ আলী ওরফে সাদেক আলীর ছেলে ময়নুল ইসলাম (২৭)।
তাদের দেহ তল্লাশিকালে আটককৃত মোঃ বাবুল আহমদ এর ডান হাতে সাদা রংয়ের ব্যাগে ২৫ (পঁচিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি নীল রংয়ের প্লাস্টিকের বক্সে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা, আসামী ময়নুল ইসলামের বাম হাতে নীল রংয়ের পলিব্যাগে ৮ (আট) বোতল এবং আসামী সালমান হোসেন এর পরিহিত লুঙ্গির কোচায় ৪ (চার) বোতল সর্বমোট ৩৭ (সাইত্রিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ।এটা বাস্তবায়নে সবার সহযোগিতা একান্ত কাম্য। এ ক্ষেত্রে সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহবান জানান তিনি।দেশের বৃহৎ স্বার্থে সকলের সহযোগীতা জেলা পুলিশ কৃতজ্ঞতার সহিত স্মরন রাখবে।
বিডি সিলেট নিউজ ডটকম/৭ আগস্ট ২০২০ইং/