বুধবার, ১৮ মে ২০২২, ০১:১৫ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর সেই চার বোনকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী গ্রামের জকসিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে, শনিবার সকাল ৮টার দিকে নিখোঁজ হয় তারা।
উদ্ধার হওয়া চার কিশোরী হলো- কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের আবুল খায়ের চুন্নুর মেয়ে ১৪ বছর বয়সী শিমু আক্তার, একই গ্রামের শামছুল আলমের মেয়ে ১৩ বছরের সামিয়া আক্তার নিহা, মো. ইব্রাহিমের মেয়ে ১২ বছরের জোবায়দা আক্তার ও জয়নাল আবেদিনের মেয়ে ১২ বছরের মিতু আক্তার। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, উদ্ধার হওয়া চার কিশোরী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে। তারা গ্রামে থাকতে অনিচ্ছুক। শহরে গিয়ে পোশাক কারখানায় কাজ করতে চায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে তারা।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া কিশোরীদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে ফিরিয়ে দেওয়া হবে।
পুলিশ জানায়, নোয়াখালীর আণ্ডারচর গ্রামে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তিন চাচাতো বোনকে সঙ্গে নিয়ে শনিবার সকালে ঘর থেকে বের হয় নিহা। এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। নানার বাড়িতেও যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় কমলনগর থানায় জিডি করেন তাদের দাদি আকলিমা বেগম। এরপর তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ। রোববার বিকেলে একটি মুঠোফোনের সূত্র ধরে জকসিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।