বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:১৫ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
এডভোকেট নাসির উদ্দিন খান এক শোকবার্তায় বলেন,অধ্যাপক ফয়েজ আহমদ বাবর আমার অতি প্রিয় রাজনৈতিক সহযোদ্ধা জৈন্তাপুরের কৃতি পুরুষের মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকহত।
আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি।
উল্লেখ্য,অধ্যাপক ফয়েজ আহমদ বাবর হ্রদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংকটাপন্ন অবস্থায় চিকিসাধীন ছিলেন। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে যোগে তাঁকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রেরণ হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০.৩০মি সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।