সোমবার, ১৬ মে ২০২২, ০৫:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতা জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ৩ নং বড়দল (দক্ষিণ) ইউনিয়নের রসুলপুর গ্রামের ফরিদ মিয়া (২৫)।
জানাহেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেন নবী হোসেন। আর তার পক্ষে নির্বাচনে কাজ করেন রশিদ মিয়া ও রজব আলী পক্ষদ্বয় এবং অপর পক্ষ আবুল বাদশারের পক্ষে নিহত ফরিদ মিয়াসহ নবী হোসেন কাজ করে। এরই জের ধরে আবুল বাদশা ও নবী হোসেনের লোকজনের মধ্যে জগড়া বিবাদ লেগেই থাকতো।
সোমবার বিকেলে একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।এতে ফরিদ মিয়া গুরুতর আহত হয়ে পড়েন।পরে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করে সে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি দু’পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে ঘটনাস্থলে তাৎক্ষণিক মুহূর্তে পুলিশ পাঠানো হয়েছে।