বুধবার, ১৮ মে ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
বিডি সিলেট ডটকম::সিলেট নগরীর লালদীঘিরপাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার ভোরে আগুন লাগে। খবর পেয়ে সিলেটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষতি হবে। অনেকেই মার্কেটের বাইরে কাঁদতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে হকার্স মার্কেটের ৫ নম্বর গলি থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের ১০৩৫টি দোকানের মধ্যে ২০ থেকে ২৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে।