শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:: মনসুরপুর উদীয়মান সমাজকল্যাণ সংস্থা জকিগঞ্জ’র ৪র্থ প্রতিষ্ঠা উদযাপিত হয়েছে। অনুষ্ঠানলিপির মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, মধ্যবিত্ত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা।
৩ আগস্ট সোমবার সন্ধায় স্হানীয় রতনগঞ্জ বাজারস্হ রাজা মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংস্থার সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদুল আমিন শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুস ছবুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, উপজেলা যুবদল নেতা সামাদুর রেজা চৌধুরী, উপজেলা ছাত্রসমাজের সভাপতি সালমান আহমদ চৌধুরী, আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা কামরুল ইসলাম চৌধুরী ও আব্দুল জব্বার চৌধুরী রুবেল প্রমুখ।
সংস্থার সদস্য আহমদ সাব্বিরের তেলাওয়াত ও আবুল কাশেমের ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহমদ মুজতবা চৌধুরী নয়ন ও শাহিন আহমদ চৌধুরী।এর আগে বিকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন সংস্থার সদস্যবৃন্দ।
উল্লেখ্য,প্রতিষ্ঠার পর থেকে এলাকার সবধরনের সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখছে সংস্থাটি।