বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:২৩ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::করোনাভাইরাসে আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বুধবার (৫ আগস্ট) তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে মঙ্গলবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়।
আজিজুর রহমান সাবেক সাংসদ ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। আজিজুর রহমানের পরিবার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত হবার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা নেওয়ার নির্দেশ দেন। বর্তমানে প্রস্তুতি চলছে। আজ রাতেই হেলিকপ্টারে তাকে ঢাকা নেওয়া হবে।