বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:৪৩ অপরাহ্ন
রাশেদ আলম রাজ্জাক,গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের প্রকৃতিকন্যা বলে খ্যাত পর্যটন কেন্দ্র জাফলংয়ে জিরো পয়েন্টে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছে । মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ৩ ঘটিকার সময় জাফলং জিরোপয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ হচ্ছেন ময়মনসিংহ জেলার,গফুরগাঁও থানার,লামকাইন গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ জুবায়ের হোসেন (২৪)।জুবায়ের বায়তুল ফালাহ মাদ্রাসায় পড়ালেখা করেন বলে জানা গেছে।
জানা যায়,জুবায়েরসহ তারা ১৬ জন বন্ধু ঈদের ছুটিতে মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে সব বন্ধু মিলে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে জুবায়ের তলিয়ে যান। এসময় অন্য বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও জুবায়েরকে খোঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়েও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।